spot_img

২৫শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, শুক্রবার
১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

বইমেলায় আসছে রাইসুল ইসলামের কাব্যগ্রন্থ ‘কিছু চিহ্ন থাক’

অমর একুশে গ্রন্থমেলায় আসছে তরুণ কবি রাইসুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ ‘কিছু চিহ্ন থাক’। বইটি প্রকাশ করেছেন নোটবুক প্রকাশ।

প্রচ্ছদ করেছেন আব্দুল্লাহ মারুফ রুসাফী। ৬৪ পৃষ্ঠার এ বইটির প্রচ্ছদমূল্য রাখা হয়েছে ২০০ টাকা মাত্র। রকমারি, বই ডট কম, নোটবুক প্রকাশ এ বইটি পাওয়া যাচ্ছে। এছাড়াও বইমেলায় পাওয়া যাবে ‘আলোর ঠিকানা প্রকাশনী’র ৪৯৪ নম্বর স্টলে।

রাইসুল ইসলাম মানুষের যাপিত জীবনের সুখ-দুঃখের কথা নিজের মতো করে কবিতায় বলতে চেষ্টা করেন। যে অনুভূতিগুলো মানুষ চাইলেও মুখ ফুটে বলতে পারেন না কিংবা বলার মতো মানুষ পান না সেগুলো কবিতায় তুলে ধরা হয়েছে। তা হতে পারে প্রেমবিরহ, হতে পারে দেশপ্রেম কিংবা হতে পারে প্রেমের গণ্ডি পেরিয়ে দ্রোহ।

‘কিছু চিহ্ন থাক’ বইটিতে খুবই সহজ সাবলীল শব্দচয়নে মানুষের বোধগম্য করে প্রতিটি লেখা সাজানো হয়েছে। পাঠক যেন নিজের সাথে ঘটে যাওয়া কিছু গল্পই খুঁজে পাবেন কবিতার শরীরে। কাব্যগ্রন্থটি শত-কোটি প্রেমিক প্রেমিকার অন্তরকে ছুঁয়ে দিবে, বেঁচে থাকবে তাদের হৃদয়ের ভাষা হয়ে।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss