spot_img

২৬শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার
১১ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

বইমেলায় পাওয়া যাচ্ছে আজহার মাহমুদের ‘খোলামেলা অনুভূতি’

চট্টগ্রামের তরুণ লেখক আজহার মাহমুদের ২য় প্রবন্ধগ্রন্থ ‘খোলামেলা অনুভূতি’ পাওয়া যাচ্ছে অমর একুশে গ্রন্থমেলায়। গত ২ ফেব্রুয়ারি শুরু হওয়া এ মেলায় প্রায় এক হাজার দু’শ প্রতিষ্ঠান অংশ নিয়েছে। যার মধ্যে প্রকাশনা সংস্থা, সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানও রয়েছে। বইমেলার আজ ৫ম দিন। দিন যত গড়াচ্ছে মেলা তত জমছে। এর মধ্যে মেলায় এসেছে চট্টগ্রামের তরুণ কলাম লেখক আজহার মামুদের গ্রন্থ ‘খোলামেলা অনুভূতি’।

এটি লেখকের ২য় প্রবন্ধগ্রন্থ। এর আগে ২০১৯ সালে লেখকের প্রথম গ্রন্থ প্রকাশিত হয়। এটিও প্রবন্ধগ্রন্থ ছিলো। বই দুটি প্রকাশ করেছেন সাহিত্য রস প্রকাশনী। ঢাকা বইমেলায় কাব্যগ্রন্থ প্রকাশনীর স্টলে (স্টল নং ৬৬৭) পাওয়া যাচ্ছে আজহার মাহমুদের নতুন গ্রন্থটি। যার মূল্য রাখা হয়েছে মাত্র ১৬০ টাকা।
লেখকের ২য় গ্রন্থ খোলামেলা অনুভূতি

বইটি সিলেট এবং খুলনা বইমেলায়ও পাওয়া যাচ্ছে সাহিত্য রসের স্টলে। এছাড়া চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম মাঠে চট্টগ্রাম সিটি কর্পোরেশ কর্তৃক আয়োজিত অমর একুশে বইমেলায় কাব্যগ্রন্থ প্রকাশনীর স্টলে (স্টল নং ৮৩) বইটি পাওয়া যাবে।

লেখক জানিয়েছেন বইটির মূল্য ১৬০ টাকা হলেও পাঠকদের জন্য রয়েছে ২৫% ডিসকাউন্ট। এছাড়া বইটি প্রিঅর্ডার করলে থাকছে ৩০% ডিসকাউন্ট। সাথে ডেলিভারি খরচ থাকছে সম্পূর্ণ ফ্রী।

লেখকের প্রথম গ্রন্থ প্রশান্তির পথ

লেখকের প্রথম বইটিতেও থাকছে বিশেষ ডিসকাউন্ট। ১২০ টাকা মূল্যের বইটি পাঠকদের জন্য রেখেছেন ১০০ টাকা। এ বইটিও চট্টগ্রামের বইমেলায় পাওয়া যাবে।

লেখকের বই দুটি কিংবা যেকোনো একটি প্রিঅর্ডার করতে পারেন। প্রি অর্ডার করতে যোগাযোগ করুন:- ০১৬৪৩৪২৮৭১৮ এই নম্বরে।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss