spot_img

১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, মঙ্গলবার
১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

সমরেশ মজুমদারের শেষকৃত্য কলকাতার নিমতলা মহাশ্মশানে

প্রয়াত কথাসাহিত্যিক সমরেশ মজুমদারের শেষকৃত্য আজ (৯ মে) দুপুরে কলকাতার নিমতলা মহাশ্মশানে সম্পন্ন হবে। বিষয়টি নিশ্চিত করেছেন তার মেয়ে দোয়েল মজুমদার।

দোয়েল মজুমদার বলেন, ‘রবীন্দ্র সদনে তার মৃতদেহ থাকবে না। মঙ্গলবার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত কলকাতার ৬৪-বি, শ্যামপুকুর স্ট্রিটের বাড়িতেই মরদেহ শায়িত থাকবে। বাবা চাইতেন না বলে তাই কোনো আচার-অনুষ্ঠান হবে না। দুপুরে নিমতলা মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন করা হবে।’

সমরেশ মজুমদারের স্ত্রী ধীরা মজুমদার ২০২১ সালে দ্বিতীয়বার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান।

উল্লেখ্য ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় বেসরকারি হাসপাতাল অ্যাপোলোয় সোমবার (৮ মে) সন্ধ্যা পৌনে ৬টায় মারা যান সমরেশ মজুমদার।

বেশ কিছু দিন ধরে তিনি অসুস্থ ছিলেন। গত ২৫ এপ্রিল মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল সাহিত্য আকাদেমি পুরস্কারজয়ী সাহিত্যিককে। এরপর শ্বাসযন্ত্রের সমস্যা বাড়তে থাকে। আগে থেকেই সমরেশের সিওপিডি-র সমস্যা ছিল। পরে তাকে আইসিইউতে নেয়া হয়।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss