চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে ১৭ ফেব্রুয়ারি (সোমবার) সন্ধ্যা ৬ টায় “প্রত্ন-নাটক: লোহাগড় মঠ” এর পরবর্তী প্রদর্শনী মঞ্চস্থ হবে।
জেলা শিল্পকলা একাডেমী চট্টগ্রাম মিলনায়তনে আয়োজিত “চট্টগ্রাম বিভাগীয় নাট্য উৎসব” এ আগামী ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬ টায় লোহাগড় মঠের প্রতিষ্ঠাতা লৌহ ও গহড় এর বাস্তুভিটাকে প্রত্ন-সম্পদ হিসাবে ঘোষনার দাবিতে জেলা শিল্পকলা একাডেমী চাঁদপুর প্রযোজনা “প্রত্ন-নাটক: লোহাগড় মঠ” এর পরবর্তী প্রদর্শনী মঞ্চস্থ হবে।
প্রায় এক হাজার বছর আগে চাঁদপুর জেলার অন্তর্গত ফরিদগঞ্জ উপজেলায় ডাকাতিয়া নদীর অববাহিকায় লৌহ ও গহর নামের দুই অত্যাচারী জমিদার ভ্রাতা এই আলোচ্য “লোহগড় মঠ” প্রতিষ্ঠা করেছিলো। নাটকটির নির্দেশনা দিয়েছেন চাঁদপুরের কৃতি সন্তান ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের নাট্য শিক্ষক মোস্তফা কামাল যাত্রা।
রেজা আজীজ রচিত নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেন কে এম মাসুদ, মোঃ আলমগীর হোসেন পাটওয়ারী, ফাতেমা তুজ-জোহরা, মোহাম্মদ আব্দুল খালেক বিশ্বাস, সাধন চন্দ্র দত্ত, সপ্তমী রানী দত্ত, মোঃ মোর্শেদ আলম খান জয়, গৌতম কর্মকার রায়, প্রদীপ সরকার, মোঃ মেহেদী হাসান, রিতা ত্রিপুরা, সাফিকা সুলতানা, হাসিবুর রহমান, মোহাম্মদ আমির হোসেন, শাহরিয়ার আবির,স্বাধীন চন্দ্র দত্ত (অতিথি শিল্পী), সিমন মাহ্দ্বীন(অতিথি শিল্পী), সিদরাদুল মুনতাহা সাকিবা(অতিথি শিল্পী) প্রমূখ।
“প্রত্ন-নাটক: লোহাগড় মাঠ” এর পোশাক ও রূপসজ্জায় পরিকল্পক শাহরিয়ার হান্নান, মঞ্চ ও আলোক পরিকল্পক মুরাদ হাসান, সংগীত ও দ্রব্যসম্ভার পরিকল্পক জান্নাতুল পিংকি। ফরিদগঞ্জ উপজেলার ডাকাতিয়ার পাড়ে রয়েছে স্বনামখ্যাত ৩টি মঠ। কথিত আছে যা প্রতিষ্ঠা করেছে লৌহ-গহড় নামে দুই ভাই। আর এই “লোহাগড় মঠ” এর প্রত্নতাত্ত্বিক নিদর্শন এর উপর ভিত্তি করে নির্মিত হয়েছে- “প্রত্ন-নাটক: লোহাগড় মাঠ” ।
চস/স