মানুষগুলো বদলে গেছে
সত্য বলতে লাগে ভয়,
জাগবে কবে মানবতা
হবে সমাজ আলোকময় ?
উচিত কথা যায় না বলা
জালিম গায়ে বাড়ছে জোর,
মনুষত্ব পিষ্ঠ-তলে
খুলবে কবে উষার দোর?
ন্যায়-নীতি তো বাম পকেটে
টাকার বুলি বুলছে সব,
হাসছে কতো টাকার ভাজে
মিথ্যাচারে কলরব।
গায়ের জোরে বুকে লাথি
মারছে পাষাণ বুট পায়ে,
প্রতিবাদের নেই ক্ষমতা
যাচ্ছে সহে তার গায়ে।
লজ্জাবতীর ওই চোখেতে
কাটছে না তো আঁধার ঘোর,
শান্ত-সমাজ অশান্তিতে
আসবে কবে রাঙা ভোর ?