spot_img

১৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, মঙ্গলবার
৪ঠা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

এবার বলিউডে পা রাখলেন শিখর ধাওয়ান

সুনীল গাভাস্কার, কপিল দেব থেকে শুরু করে সন্দীপ পাতিল কিংবা অজয় জাদেজা। পরবর্তী সময় বিনোদ কাম্বলি থেকে যুবরাজ সিং— বলিউডের রূপালি পর্দায় পা রাখা ভারতীয় ক্রিকেটারদের সংখ্যা কম নয়। তৈরি হয়েছে ভারতীয় ক্রিকেটাদের বায়োপিকও। এবার সেই তালিকায় নাম লেখালেন ভারতীয় ওপেনার শিখর ধাওয়ান। চলতি বছরের ৪ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে তার ‘ডাবল এক্সএল’। সেই সিনেমায় ভারতীয় অভিনেত্রী হুমা কুরেশি ও সোনাক্ষী সিনহার সঙ্গে একফ্রেমে দেখা যাবে টিম ইন্ডিয়ার এ ওপেনারকে। সিনেমার অন্যতম নায়িকা হুমা ইনস্টাগ্রামে তার সঙ্গে ‘গব্বর’-এর একটি ছবি পোস্ট করেছেন। যা মুহূর্তেই সোশ্যাল মিডিয়ার ভাইরাল।

বর্তমানে দক্ষিণ আফ্রিকা সফরে রয়েছেন শিখর। তার নেতৃত্বেই প্রোটিয়াদের বিরুদ্ধে সাত উইকেটে জয় পেয়েছে ভারত। এদিকে তার বলিউড যাত্রার খবর প্রকাশ্যে এনেছেন শিখরেরই নায়িকা হুমা কুরেশি। নিজের সঙ্গে শিখরের দু’টি ছবি পোস্ট করেছেন তিনি।

‘ডাবল এক্সএল’ সিনেমায় হুমার সঙ্গে কাজ করছেন শিখর। তারই দু’টি ছবি শেয়ার করেছেন হুমা। একটি ছবিতে কালো স্যুট পরে হুমার সঙ্গে বল ডান্সে ব্যস্ত শিখর। অন্য ছবিতে শুটিংয়ের ফাকে হাসি-মশকরায় ব্যস্ত দুজন। ছবিতে শিখর কি নায়কের ভূমিকায় রয়েছেন? নাকি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন? এ প্রশ্নের উত্তর এখনো পাওয়া যায়নি। তবে অনেকেই তার প্রথম ঝলকে মুগ্ধ।

‘ডাবল এক্সএল’ ছবিতে আরও রয়েছেন জাহির ইকবাল। ছবিতে সোনাক্ষী ফ্যাশন ডিজাইনার। আর হুমা স্পোর্টস প্রোগ্রামের প্রেজেন্টার। মনে করা হচ্ছে— সেই সুবাদেই অভিনেত্রীর শিখরের সঙ্গ সাক্ষাতের দৃশ্য দেখানো হবে।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss