spot_img

২৮শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, সোমবার
১২ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

অনলাইনে ফাঁস বরুন ধাওয়ানের সিনেমা ‘ভেড়িয়া’

শুক্রবার (২৫ নভেম্বর) মুক্তি পেয়েছে বরুন ধাওয়ান ও কৃতি শ্যানন অভিনীত ছবি ‘ভেড়িয়া’। চব্বিশ ঘণ্টা না পেরোতেই ছবিটি অনলাইনের বিভিন্ন সাইটে বিনামূল্যে পাওয়া যাচ্ছে।

এমনিতেই বলিউড বক্স অফিসে ধুঁকছে। তারওপর ছবিটি অনলাইনে সহজলভ্য হয়ে যাওয়ায় এর প্রভাব বক্স অফিসে পড়তে পারে বলেই আশঙ্কা একাংশের। টরেন্টের বিভিন্ন সাইটে এই ছবি প্রায় বিনামূল্যে এইচডি কোয়ালিটি পাওয়া যাচ্ছে। চিন্তার ভাঁজ প্রযোজকের কপালে।

সূত্রের খবর, ৮৫ কোটি টাকা বাজেটের এই ছবি প্রথম দুই দিনে ভারত জুড়ে সতেরো কোটি ঘরে তুলেছে। বিশ্বব্যাপী এই ছবির কালেকশন ২৭ কোটি টাকা।

সম্প্রতি ছবির প্রচারে কলকাতায় এসেছিলেন বরুণ। অভিনেতার কথায়, ‘ভেড়িয়া’র প্রথম দর্শক হলেন তার স্ত্রী নাতাশা দালাল। ছবি দেখে খুশি নাতাশা। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে রসিকতা করেই বরুণ বলেন, ‘আমার স্ত্রী খুশি ছবি দেখে, কিন্তু এবার অন্যদের স্ত্রীকে খুশি করতে চাই।’

পরিচালক অমর কৌশিক এই ছবিতে ‘ইচ্ছাধারী নেকড়ে’র পরিচিতি ঘটিয়েছেন দর্শকের সঙ্গে। বরুণ ছাড়াও এই ছবিতে রয়েছেন কৃতি শ্যানন, অভিষেক বন্দ্যোপাধ্যায়, সৌরভ শুক্লা প্রমুখ।

সূত্র : আনন্দবাজার

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss