স্বস্তিকা মুখোপাধ্যায় ও জয়া আহসান দুই বাংলার জনপ্রিয় দুই নায়িকা। অভিনয়ের পাশাপাশি রূপেও দু’জন সমানভাবে এগিয়ে। প্রায় ১০ বছর ধরে পশ্চিমবঙ্গের সিনেমায় নিয়মিত অভিনয় করলেও সেখানে অভিনেত্রী স্বস্তিকার সঙ্গে তার দেখা হয়নি কখনোই।
এবার এই দুই অভিনেত্রীকে এক ফ্রেমে এনেছে একটি ভারতীয় সংবাদমাধ্যম। একই রঙের পোশাকে একসঙ্গে পোজ দিলেন ক্যামেরার সামনে। দুই নায়িকাকে একই ফ্রেমে দেখে মুগ্ধ অনুরাগীরাও।
ভারতীয় সংবাদমাধ্যম ‘দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস’ এর ম্যাগাজিন ‘ইনডালজ’র বাংলা নববর্ষ উপলক্ষে নতুন ফটোশুটে ম্যাগাজিনটির প্রচ্ছদে একসঙ্গে কাজ করেছেন জয়া-স্বস্তিকা। শুক্রবার (৩১ মার্চ) ম্যাগাজিনটি বাজারে এসেছে। অনলাইনেও তাদের ফটো ফিচারটি প্রকাশিত হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ফটোশুটের ছবি শেয়ার করে জয়া লেখেন, ‘এ যেন সত্যিই সংস্কৃতির মেলবন্ধন।’ জানান ফটোশুটের প্রতিটা মূহূর্ত তিনি কতটা উপভোগ করেছেন। এর জন্য সংবাদমাধ্যমকে ধন্যবাদও দেন অভিনেত্রী। স্বস্তিকার কাজ তাকে কতটা অনুপ্রাণিত করে তাও ক্যাপশনে জানিয়েছেন জয়া। প্রতিটি শব্দে প্রকাশ করেছেন নিজের উচ্ছ্বাস।
তার পোস্টে ভক্তকূল প্রশংসা করছেন সমানে। অনেকে তাদের অভিনয় কারিশমা আর রূপের বর্ণনায় মজেছেন কমেন্টে।
চস/স