spot_img

১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, মঙ্গলবার
১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

‘টাইগার-৩’ মুক্তির পর প্রেক্ষাগৃহে ঝড়

বলিউড ভাইজান সালমান খানের ‘টাইগার-৩’ সিনেমা মুক্তির পর প্রেক্ষাগৃহে ঝড় শুরু হয়েছে। ১২ নভেম্বর এটি মুক্তি পেয়েছে। এ সিনেমায় সালমানের বিপরীতে ক্যাটরিনা কাইফ অভিনয় করেছেন। দুজনের অভিনয়ই তাদের ভক্তরা প্রাণভরে উপভোগ করছেন।

সিনেমাটি দেখতে গতকাল (১২ নভেম্বর) সকাল থেকেই প্রেক্ষাগৃহে উপচেপড়া ভিড় দেখা গেছে। চারদিকে সিনেমাটি নিয়ে আলোচনা শুরু হয়েছে।

দীপাবলিতে অনেক ভক্ত থিয়েটারের বাইরে ঢোল বাজিয়ে ‘টাইগার-৩’ সিনেমাটি নিয়ে উদযাপন শুরু করেছে। প্রথম দিনেই ৪২ কোটির গণ্ডি পার করেছে সিনেমাটি।

জাান গেছে, ‘টাইগার-৩’ সিনেমাটি মুক্তির দ্বিতীয় দিনে অর্থাৎ আজ সোমবার (১৩ নভেম্বর) প্রায় ২৫ কোটি রুপি আয় করতে পারে। যা বাংলাদেশি মুদ্রায় ৩৩ কোটি টাকারও বেশি।

সে ক্ষেত্রে সিনেমাটি প্রথম দিনের তুলনায় অনেক কম সংগ্রহ হবে। কিন্তু তৃতীয় দিনেও যদি সিনেমাটি ২৫ থেকে ৩০ কোটি রুপি আয় করে, তাহলে সালমানের ‘টাইগার-৩’ ১০০ কোটি ঘর অতিক্রম করবে।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss