spot_img

২৮শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, সোমবার
১৩ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

বাংলাদেশ শিপিং এজেন্টস এসোসিয়েশন নির্বাচন কাল

কাল (৪ এপ্রিল) অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ শিপিং এজেন্টস এসোসিয়েশনের (বিএসএএ) দ্বি-বার্ষিক নির্বাচন।
রবিবার সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত হোটেল আগ্রাবাদের ইছামতি হলে স্বাস্থ্যবিধি মেনে টানা ভোটগ্রহণ চলবে।

বিএসএএ’র নির্বাচনে সম্মিলিত পরিষদের নেতৃত্ব দিচ্ছেন প্যানেল লিডার সৈয়দ মোহাম্মদ আরিফ এবং আহবায়ক ওসমান গনি চৌধুরী ও ইকবাল আলি (শিমুল) এবং শাহেদ সরওয়ার প্যানেলে নেতৃত্ব দিচ্ছেন শাহেদ সরওয়ার।

সম্মিলিত পরিষদের নেতারা এবারের নির্বাচনে বন্দরের বে পাইলটিং কার্যক্রম স্থগিতের ইস্যুটি সামনে এনে ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন। তারা ইতিমধ্যেই একাধিক বৈঠকে বলেছেন, বন্দরের বে পাইলটিং কার্যক্রম স্থগিত হওয়ার নেপথ্যে শিপিং এজেন্টস এসোসিয়েশন ভূমিকা রাখায় এই সংগঠনে শাহেদ সরওয়ার নিজের প্রভাব তৈরি করতে চাইছেন। প্রকৃতপক্ষে সংগঠনটির সাধারণ সদস্যদের আপত্তির মুখেই বে পাইলটিং কার্যক্রম সম্প্রতি স্থগিত হয়।

এদিকে, শাহেদ সরওয়ার প্যানেল লিডার শাহেদ সরওয়ার বলেন, ‘সর্বপ্রথম বে পাইলটিং কার্যক্রম স্থগিত করতে ২০২০ সালের ২৪ ও ২৫ মার্চ এসোসিয়েশনের সভাপতিসহ পরিচালকদের আমিই ই-মেইল করি । এছাড়া বন্দরে এ বিষয়ে প্রথম যে বৈঠক হয় সেটির নেতৃত্বও দিয়েছি আমি।’

সম্মিলিত পরিষদের এসোসিয়েট ক্যাটাগরির প্রার্থী খায়রুল আলম সুজন বলেন, ’সদস্যদের প্রয়োজনে বোর্ডে আমরা সংখ্যালঘু হয়েও বে পাইলট স্থগিত করাসহ অনেক গুলি গুরুত্বপূর্ণ কাজ সফল ভাবে সমাধানের লক্ষ্যে সবসময় সোচ্চার ছিলাম।’

তিনি আরো বলেন, ‘সম্মিলিত পরিষদ নির্বাচিত হলে এসোসিয়েশনের হারানো গৌরব ফিরিয়ে আনার অঙ্গীকারকে সামনে রেখে সম্মিলিত পরিষদ ১১ দফা ইশতেহার ঘোষণা করেছে।’

অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থী শাহেদ সরওয়ার প্যানেল নির্বাচনী ইশতিহারে বাংলাদেশ শিপিং এজেন্টস এসোসিয়েশন ও বাংলাদেশ কনটেইনার শিপিং এসোসিয়েশনকে একীভূত করা, এসোসিয়েশনের নিজস্ব অফিসের ব্যবস্থা করাসহ শিপিং সেক্টরের গুরুত্বপূর্ণ জন্য ১৮ দফা কর্মসূচি ঘোষণা করে।

আরো পড়ুন: ট্যুর অপারেটর ও গাইডদের নিবন্ধন বাধ্যতামূলক

নির্বাচনী বোর্ড সূত্র জানায়, এবার শিপিং এজেন্টস নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২৬৭। এদের মধ্যে অর্ডিনারি ক্যাটাগরিতে ১৪৫ এবং এসোসিয়েট ক্যাটাগরিতে ১২২ ভোটার রয়েছে। এই ভোটারেরা পছন্দ অনুযায়ী অর্ডিনারি ক্যাটাগরি থেকে ১৬ জন এবং এসোসিয়েট ক্যাটাগরি থেকে ৮ জন- দুই ক্যাটাগরি থেকে মোট ২৪ জন পরিচালক নির্বাচন করবেন। নির্বাচিত পরিচালকদের ভোটে সভাপতিসহ নেতৃত্ব গঠন করা হবে।

শাহেদ সরওয়ার প্যানেল

অর্ডিনারি ক্যাটাগরিতে যারা আছেন: মোহাম্মদ শাহেদ সরওয়ার (ক্রাউন নেভিগেশন), দেবপ্রসাদ ভট্টাচার্য (বাংলাদেশ শিপিং লাইন্স), এম আলী আশরাফ আহমদ খান (বারিধি শিপিং), এ এস এম সালাহউদ্দিন (কসকো শিপিং), মোহাম্মদ শাহীন (এভারবেস্ট শিপিং), মো. দিদারুল আলম চৌধুরী (গ্লোব শিপিং), কপিল উদ্দিন আহমেদ (জেএস শিপিং), গোলাম ফারুক (কে লাইন বাংলাদেশ লিমিটেড), আনিস উদ দৌলা (কর্ণফুলী লিমিটেড), আজিম রহিম চৌধুরী জিয়া (কেএমসি শিপিং লাইন), মোহাম্মদ সালাহউদ্দিন (মমতাজ শিপিং), মো. আজমির হোসেন চৌধুরী (এমএসসি মেডিটেরিয়ান শিপিং), এনামুল হক (মাল্টিপোর্ট লিমিটেড), মোহাম্মদ আবদুল্লাহ জহির (পিআইএল বাংলাদেশ), সরতাজ মো. ইমরান (সিমনি শিপিং) এবং কামরুজ জামান লিটন (সুলতান শিপিং)।

এসোসিয়েট ক্যাটাগরিতে আছেন: মোহাম্মদ মোরশেদ হারুন (এনসিয়েন্ট স্টিমশিপ কোম্পানি), মোহাম্মদ সাইফুল কাদের (কলাম্বিয়া এন্টারপ্রাইজ লি.), ক্যাপ্টেন মুনতাসের মোহাম্মদ ইকবাল (ডেল্টা লয়েড লি.), কাজি মনসুর উদ্দিন (কেএসএম শিপিং এজেন্সিজ), মোস্তাফিজুর রহমান (মদিনা লজিস্টিক্স এন্ড শিপিং), ক্যাপ্টেন সালাহ উদ্দিন চৌধুরী (নাফ মেরিন সার্ভিস), ক্যাপ্টেন মোহাম্মদ আবুল খায়ের (রিলায়েন্স শিপিং) এবং মো. জহিরউদ্দিন জুয়েল (সি গ্লোরি শিপিং)।

সম্মিলিত পরিষদ প্যানেল

অর্ডিনারি ক্যাটাগরিতে আছেন: সৈয়দ মোহাম্মদ আরিফ (এমস ইন্টারন্যাশনাল লি.), সৈয়দ ইকবাল আলী (শিমুল) (এমজিএইচ গ্রুপ), ওসমান গনি চৌধুরী (ইউ.এস. লাইনস ওভারসিস লি.), মো. আজফর আলী (সারাফ গ্রুপ অব কোম্পানি), মামুনুর রশিদ (মানুমা শিপিং লাইনস লি.), এস এম মাহবুবুর রহমান (বিএস কার্গো এজেন্সিস লি.), আবু খালেদ মোহাম্মদ শাকিল আহসান (ওশান নেটওয়ার্ক এক্সপ্রেস বাংলাদেশ লি.), ক্যাপ্টেন সৈয়দ সোহেল হাসনাত (ফনিক্স শিপিং লি.), মো. সাজ্জাদুর রহমান (ইনেসক্যাপ শিপিং লাইনস লি.), মুনতাসির রুবাইয়্যাত (জিবিএক্স লজিস্টিকস লি.), এ টি এম শহিদুল্লাহ (শহিদ) (এসকেপ বাংলাদেশ লি.), মোহাম্মদ আসিফ ইফতেখার হোসাইন (ইভরেট বাংলাদেশ প্রা. লি.), শহিদুল মোস্তফা চৌধুরী (স্পেক্টরাম ইন্টারন্যাশনাল), মুহাম্মদ জিয়াউল কাদের (পেনিনসুলার শিপিং সার্ভিসেস লি.), তানজিল আহমেদ রুহুল্লাহ (ইন্টারপোর্ট মেরিটাইম লি.), এস এম এনামুল হক (বেঙ্গল শিপিং লাইন্স লি.)।

এসোসিয়েট ক্যাটাগরিতে আছেন: ওয়াহিদ আলম (আল্ট্রা-মেরিটাইম-সার্ভিসেস লি.), খায়রুল আলম সুজন (ইএএস লিমিটেড), মোহাম্মদ শফিকুল আলম জুয়েল (রেডিয়েন্ট শিপিং লি.), শামসুদ্দিন আহমেদ চৌধুরী (মিনার) (গ্লাক্সি লাইন্স লি.), প্রবীর সিংহ (এলিট শিপিং লাইন্স), রিয়াজ উদ্দিন খান (কসকল শিপিং লাইন্স লি.), নজরুল ইসলাম (প্রাইড শিপিং লি.), নাজমুল হক (এ এন্ড জে ট্রেডার্স)।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss