spot_img

২৮শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, সোমবার
১৩ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

কক্সবাজার বাদে সব অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চালু

১৬ দিন বন্ধ থাকার পর আজ (২১ এপ্রিল) দেশের অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচল শুরু হয়েছে। তবে বাদ রাখা হয়েছে কক্সবাজারের ফ্লাইট। গতকাল মঙ্গলবার বেসামরিক বিমানচলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সীমিত পরিসরে ফ্লাইট চলাচলের অনুমতি দেয়ার পরপরই ফ্লাইট চালুর ঘোষণা দেয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস-বাংলা এয়ারলাইন্স এবং নভোএয়ার।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র জানায়, সকাল থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের দুইটি অভ্যন্তরীণ ফ্লাইট যশোর ও চট্টগ্রামে যায়। এ ছাড়া অন্যান্য এয়ারলাইনগুলোর ফ্লাইট পরিচালনারও কথা রয়েছে। তবে কোনো এয়ারলাইনই কক্সবাজার ও রাজশাহী রুটে ফ্লাইট ঘোষণা করেনি।

গত ৫ এপ্রিল থেকে সরকার ঘোষিত বিধিনিষেধের কারণে অভ্যন্তরীণ রুটের ফ্লাইট চলাচল বন্ধ ছিল। বেবিচক জানায়, দেশের বিভিন্ন জেলা থেকে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যাওয়া প্রবাসীরা লকডাউনের কারণে সড়কপথে বাড়ি ফিরতে পারে না। তাই তাদের জন্যেই প্রধানত ফ্লাইট চালু করা হয়েছে।

আরো পড়ুন: ফোর্বস-এর তালিকায় ৯ বাংলাদেশি তরুণ

এর আগে ,১৪ এপ্রিল থেকে আরও কঠোর বিধিনিষেধের কারণে আন্তর্জাতিক রুটের ফ্লাইটও বন্ধ ঘোষণা করা হয়। তবে চীন, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার, সৌদি আরব ও সিঙ্গাপুরে বিশেষ ফ্লাইট চলাচলের অনুমতি দেওয়া হয়।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss