প্রতি ভরিতে দুই হাজার ৩৩৩ টাকা বাড়িয়ে দেশের বাজারে সোনার নতুন দর নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি সোনার সর্বোচ্চ ক্রয়মূল্য হবে ৭৪ হাজার ৩০০ টাকা।
শুক্রবার (১২ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। শনিবার থেকে স্বর্ণের এ নতুন দর কার্যকর হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈশ্বিক অস্থিরতা ও আন্তর্জাতিক বাজারে সোনার দাম বাড়ার কারণে এ মূল্য বাড়িয়েছে বাজুস।
চস/স