বিকেএমইএ এর সহ সভাপতি ও ফোর এইচ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক গাওহার সিরাজ জামিল দেশের রপ্তানি বাণিজ্যে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১৮ সালের জন্য সিআইপি (কমার্শিয়াল ইম্পোর্ট্যান্ট পারসন) নির্বাচিত হয়েছেন।
বাণিজ্য মন্ত্রণালয় ও রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) যৌথ আয়োজনে শুক্রবার (২১ জানুয়ারী) বিকালে ঢাকার হোটেল সোনারগাঁওয়ের বলরুমে আয়োজিত অনুষ্ঠানে সিআইপি (রপ্তানি) ও সিআইপি (ট্রেড) ২০১৮ সালের কার্ড দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি।
গাওহার সিরাজ জামিলের পক্ষে ফোর এইচ গ্রুপের সিনিয়র ডিজিএম মোহাম্মদ আশরাফুল গনি হান্নান সিআইপি কার্ড গ্রহণ করেন।
অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ, এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দীন, রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান এএইচএম আহসান, ফোর এইচ গ্রুপের এজিএম (কমার্শিয়াল) মো. সাহেব আলী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, রপ্তানি বাণিজ্যে গুরুত্বপূর্ণ অবদান রাখায় গাওহার সিরাজ জামিল ২০০৭ সাল থেকে বর্তমান পর্যন্ত সিআইপি নির্বাচিত হয়ে আসছেন। তিনি সার্ক চেম্বার অফ কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রিজের আজীবন সদস্য ছাড়াও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া, ধর্মীয় ও জনকল্যাণমূলক প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।
চস/স