spot_img

২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, মঙ্গলবার
১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

১ লাখ ২৫ হাজার টন সার কিনবে সরকার

কাতার, সৌদি আরব, তিউনেসিয়া ও কাফকো থেকে ১ হাজার ১০ কোটি ৮৩ লাখ ৭৮ হাজার ৭৫০ টাকায় ১ লাখ ২৫ হাজার টন সার কেনার অনুমোদন দিয়েছে সরকার।

গতকাল ভার্চুয়ালি অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ-সংক্রান্ত চারটি প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব জিল্লুর রহমান চৌধুরী সাংবাদিকদের জানান, শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) রাষ্ট্রীয় চুক্তির মাধ্যমে মুনতাজা, কাতার থেকে ১৬তম লটে ৩০ হাজার টন বাল্ক প্রিল্ড (অপশনাল) ইউরিয়া সার ২২১ কোটি ২৩ লাখ ১২ হাজার ৫০০ টাকায় আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।

কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের (কাফকো) কাছ থেকে ১৭তম লটে ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার ২২৬ কোটি ৭৯ লাখ ৪৩ হাজার ৭৫০ টাকায় ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব বলেন, আজ টেবিলে দুটি প্রস্তাব উত্থাপন করা হয়েছিল। দুটি প্রস্তাবই অনুমোদন দেওয়া হয়েছে। প্রস্তাব দুটি হলো কৃষি মন্ত্রণালয়ের আওতায় রাষ্ট্রীয় পর্যায়ে মেইড ইন সৌদি আরব ও বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় ৪০ হাজার টন ডিএপি সার আমদানি করবে সরকার। প্রতি টনের দাম ১ হাজার ৮ দশমিক ৫০ ডলার। এতে মোট ব্যয় হবে ৩৪৮ কোটি ৯৪ লাখ ১০ হাজার টাকা।

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss