বিদ্যানন্দ আমাদের অসংখ্যবার বিস্মিত করেছে। অসংখ্যবার তাদের চিন্তা-ভাবনা দেখে আমরা জেনেছি সদিচ্ছা থাকলে অনেক কিছুই সম্ভব। আজ আরও একটি অভিনব ও চমকপ্রদ উদ্যোগ নিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠনটি।
সেন্টমার্টিনে বিদ্যানন্দ স্থাপন করেছে প্লাস্টিক এক্সচেঞ্জ স্টোর। এবার প্লাস্টিকের বিনিময়ে চাল ডাল সহ খাদ্যসামগ্রী দিচ্ছে তারা। তাদের এই উদ্যোগের খবর ছড়িয়ে যাবার পর সবাই পাল্লা দিয়ে নেমেছে প্লাস্টিকের বোতল, চিপসের প্যাকেট আর পলিথিন সংগ্রহে।
সংগঠনটির ফেসবুক পেইজ থেকে জানা যায় প্লাস্টিক এক্সচেঞ্জ স্টোর থেকে ১ কেজি প্লাস্টিকের বিনিময়ে পাওয়া যাবে ১ কেজি চাল। এছাড়া ৩ কেজি প্লাস্টিক দিয়ে পাওয়া যাবে ১ কেজি তেল কিংবা ১ কেজি মশুরের ডাল। ১০ টি ডিম পাওয়া যাবে ১ কেজি প্লাস্টিক জমা দিয়ে।
পাগলাটে এই উদ্যোগ আজ থেকে শুরু হয়েছে। তারা সারা বাংলাদেশে এটা ছড়িয়ে দেবার অভিপ্রায় জানিয়েছে।
চস/স