spot_img

৯ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, সোমবার
২৪শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

আজ থেকে সারাদেশে টিসিবির পণ্য বিক্রি শুরু

আজ (১০ জানুয়ারি) থেকে এক কোটি পরিবার কার্ডধারীর মধ্যে সাশ্রয়ী দামে তেল, চিনি ও মসুর ডাল বিক্রি করবে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। রাজধানীর আগারগাঁওয়ে পাবলিক সার্ভিস কমিশনের উত্তর গেটে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এ বিক্রি কার্যক্রম উদ্বোধন করবেন।

সংস্থাটির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জানুয়ারি মাসের জন্য ঢাকা মহানগরসহ সারাদেশে এ তিন পণ্য বিক্রি করা হবে। শুধু পরিবার কার্ডধারী নিম্ন আয়ের ভোক্তারা টিসিবির পণ্য কিনতে পারবেন। প্রতি লিটার সয়াবিন তেল ১১০ টাকা, প্রতি কেজি চিনি ৭০ টাকা এবং ডাল ৬০ টাকা দরে বিক্রি করা হবে।

একজন ক্রেতা সর্বোচ্চ দুই লিটার সয়াবিন তেল, দুই কেজি মসুর ডাল ও এক কেজি চিনি কিনতে পারবেন। পণ্য বিক্রি করা হবে টিসিবির ডিলারদের দোকান বা নির্ধারিত স্থায়ী স্থাপনায়। সিটি করপোরেশন, জেলা-উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় ও তাদের নির্ধারিত তারিখ ও সময় অনুযায়ী ডিলাররা এ বিক্রি কার্যক্রম পরিচালনা করবেন।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss