spot_img

৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, শুক্রবার
১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

পেঁয়াজের দাম না কমলে আমদানি: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, দেশের বাজারে দুই-এক দিনের মধ্যে দাম না কমলে পেঁয়াজ আমদানি করবে সরকার। আজ শুক্রবার সকালে রংপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

কাঁচা বাজার নিয়ন্ত্রণের বিষয়ে টিপু মুনশি বলেন, এটি আমার দায়িত্বে নেই। কাঁচা বাজারের সবকিছু আমরা নিয়ন্ত্রণ করি না। এর জন্য বিভিন্ন মন্ত্রণালয় রয়েছে। তবে, সব মিলিয়ে পরিস্থিতি খুব একটা খারাপ নয়। কাঁচা বাজার ওঠা-নামা করে, কখনও শাক-সবজির দাম বাড়ে, আবার কমে।

টিপু মুনশি বলেন, শুধু পেঁয়াজ ও চিনি নিয়ে একটু ঝামেলা চলছে। এটাও দ্রুত নিয়ন্ত্রণে আসবে। চিনির দাম বৈশ্বিকভাবে ওঠা-নামা করায় সুযোগ নিচ্ছেন অসাধু ব্যবসায়ীরা। তবে, সরকার নির্ধারিত দাম বাস্তবায়নের চেষ্টা চলছে।

বাণিজ্যমন্ত্রী আরও বলেন, ডলারের দাম বাড়ায় আমদানি করা পণ্যের দাম কিছুটা বেড়েছে। তবে, বৈশ্বিক বিবেচনায় আমরা ভালো আছি। পরিস্থিতি বিবেচনায় আমাদের সহ্য করতে হবে। বৈশ্বিক মন্দা মোকাবিলায় আমাদের সবাইকে কাজ করতে হবে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss