spot_img

২৭শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, রবিবার
১২ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

চট্টগ্রামের তিন স্থানে সুলভ মূল্যে মিলছে দুধ, ডিম ও মাংস

‘আমিষেই শক্তি, আমিষেই মুক্তি’ প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ দপ্তর চট্টগ্রাম এর উদ্যোগে পবিত্র রমজানে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রয় কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

রোববার (২ মার্চ) নগরের কোতোয়ালী মেট্রো প্রাণিসম্পদ দপ্তরে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে কর্মসূচির শুভ উদ্বোধন করেন।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামরুজ্জামান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তাসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক বলেন, সুলভ মূল্যে জনসাধারণের মাঝে নিত্যপ্রয়োজনীয় জিনিস পৌঁছে দিতেই আমাদের এই উদ্যোগ।

এই কর্মসূচির আওতায় রমজান উপলক্ষে গরুর মাংসের দাম প্রতি কেজি ৭০০ টাকা, দুধ প্রতি লিটার ৮০ টাকা এবং ডিম প্রতি ডজন ১১০ টাকায় বিক্রি করা হবে। কোতোয়ালী, কাজির দেউড়ি ও চকবাজারে বিপণন ট্রাকের মাধ্যমে এসব পণ্য বিক্রি করা হচ্ছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss