চট্টগ্রাম বন্দরের লালদিয়া চরকে গ্রিন পোর্টে রূপান্তরে ৮০০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের পরিকল্পনার কথা জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান মো. আশিক চৌধুরী।
বৃহস্পতিবার (৮ মে) সকাল ৯টায় লালদিয়া চর পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
মো. আশিক চৌধুরী বলেন, এটা ইতিহাস গড়ার সুযোগ। বাংলাদেশকে ম্যানুফ্যাকচারিং হাবে পরিণত করাই সরকারের লক্ষ্য। আমরা লালদিয়াকে গ্রিন পোর্টে রূপান্তর করতে চাই। ইতোমধ্যে ৮০০ মিলিয়ন ডলারের বিনিয়োগের বিষয়টি সিরিয়াসলি ট্র্যাক করছি।
তিনি আরও বলেন, পোর্ট ক্যাপাসিটি এখন সীমিত। ছয় গুণ বাড়ালেও ভিয়েতনামের কাছাকাছি যেতেও কষ্ট হবে। তাই আমাদের দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিতে হবে। আমরা আন্তর্জাতিক এক্সপার্টদের যুক্ত করছি যেন কম জায়গায় বেশি কার্যক্রম পরিচালনা সম্ভব হয়।
পরিদর্শনের সময় আরো উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, উপ প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান।
চস/স