spot_img

২৬শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার
১১ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

২০২৫-২৬ অর্থবছরের বাজেট অনুমোদন হচ্ছে আজ

আগামী ২০২৫-২৬ অর্থবছরের ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট আজ রোববার অনুমোদন পাচ্ছে উপদেষ্টা পরিষদে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তেজগাঁওয়ে তাঁর কার্যালয়ে সকাল ১০টায় এ বৈঠক শুরু হয়েছে। অনুমোদনের পর রাষ্ট্রপতির অধ্যাদেশ আকারে তা ১ জুলাই থেকে কার্যকর হবে।

সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তনে সংসদ ছাড়াই এবারের বাজেট উপস্থাপন করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ, যা ২ জুন রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বিটিভিসহ অন্যান্য মিডিয়ায় একযোগে প্রচারিত হয়। প্রস্তাবিত বাজেটের ওপর ১৯ জুন পর্যন্ত নাগরিকদের মতামত নেওয়ার পর কিছু সংশোধন যুক্ত করে চূড়ান্ত খসড়া আজ উপদেষ্টা পরিষদে পেশ করা হয়।

অর্থ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, বাজেটে বরাদ্দের ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন না হলেও শুল্ক-কর বিষয়ে কিছু পরিবর্তন আসতে পারে। বিশেষ করে অ্যাপার্টমেন্ট বা ভবন ক্রয়ে অপ্রদর্শিত অর্থ সাদা করার সুবিধা বাতিলের ইঙ্গিত রয়েছে। অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন এবং পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ এ সুবিধা বাতিলের পক্ষে মত দিয়েছেন। তবে আয়কর আইনের ১৯ এর বি ধারার আওতায় জরিমানা দিয়ে সম্পদ প্রদর্শনের সুযোগ থাকছে।

বাজেটে সোলার প্যানেলের শুল্ক ১ শতাংশে নামানোর পরিকল্পনা রয়েছে। হার্টের রিং আমদানিতে ৫ শতাংশ শুল্ক এবং চোখের লেন্স আমদানিতে ৫ শতাংশ আগাম কর প্রত্যাহারেরও প্রস্তাব করা হয়েছে।

উপদেষ্টা পরিষদ অনুমোদন দিলে আজই একটি বরাদ্দ সংক্রান্ত অধ্যাদেশ এবং একটি শুল্ক-কর সংক্রান্ত অধ্যাদেশ জারি হবে। এর মধ্য দিয়েই ১ জুলাই থেকে নতুন অর্থবছরের বাজেট কার্যকর হবে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss