spot_img

৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, রবিবার
২৩শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

মুস্তাফিজে মুগ্ধ গোটা ক্রিকেট দুনিয়া

আইপিএলে চেন্নাইয়ের জার্সিতে মনোমুগ্ধকর এক শুরু হলো বাংলাদেশি পেসার মুস্তাফিজের। ৪ ওভারে ২৯ রান। সঙ্গে ৪ উইকেট। সেই চার উইকেটের মাঝে আছে বিরাট কোহলি, ফাফ ডু প্লেসিস, ক্যামেরন গ্রিনের মত তারকার নাম। আছে রজত পতিদারের মতো উদীয়মান তারকাও। ম্যাচশেষে ফিজ পেয়েছেন ম্যান অব দ্য ম্যাচ এবং ফ্যান্টাসি প্লেয়ার অব দ্য ম্যাচের পুরস্কার।

সেই সঙ্গে মুস্তাফিজে মুগ্ধ গোটা ক্রিকেট দুনিয়া। ম্যাচশেষে চেন্নাইয়ের অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় সরাসরিই উল্লেখ করেছেন মুস্তাফিজের কথা, ‘শুরুর ২-৩ ওভার এলোমেলো হলেও পরে খেলা আমাদের নিয়ন্ত্রণে আসে। বিশেষ করে মুস্তাফিজের ওভার থেকে আমরা দারুণভাবে ঘুরে দাঁড়াতে পেরেছি। সত্য বলতে তার হাত ধরেই ম্যাচের টার্নিং পয়েন্ট এসেছে।’

নিজেদের বোলিং বিভাগের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘ম্যাক্সওয়েল ও ফাফ ডু প্লেসি (উইকেট নেন মুস্তাফিজ) আউট হওয়াতে আমরা স্বস্তি পাই। সেটিতে পরের পাঁচ-ছয় ওভার আমরা পুরোপুরি নিয়ন্ত্রণে পেয়েছি।’

মুস্তাফিজের বোলিং দেখে তাকে প্রশংসায় ভাসিয়েছেন দুই সাবেক ভারতীয় অনিল কুম্বলে এবং রবিন উথাপ্পা। ভারতের বিশ্বকাপজয়ী কিংবদন্তি অলরাউন্ডার ইরফান পাঠান সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ‘চেন্নাইয়ের উইকেটে মুস্তাফিজের বোলিং বৈচিত্র্য বেশ লোভনীয়। তার কাছ থেকে সেরা বোলিং দেখা গেল।’

এমনকি টুইটার ট্রেন্ডিংয়েও উঠে এসেছে মুস্তাফিজের নাম। তার এমন পারফরম্যান্স অন্যসব বাংলাদেশির মতো স্পর্শ করেছে দেশের তারকা ক্রিকেটারদের মধ্যেও।

তামিম ইকবাল সামাজিক মাধ্যমে মুস্তাফিজের সঙ্গে আগুনের ডানার একটি ছবি দিয়ে লেখেন, ‘দুর্দান্ত শুরু হলো মুস্তাফিজের!’ মুশফিকুর রহিম লিখেছেন, ‘মাশাআল্লাহ ভাই…অভিনন্দন…টুর্নামেন্টের বাকি সময়ের জন্য শুভকামনা রইল ‘। তাসকিন আহমেদ দুটি পুরস্কারের কথা উল্ল্যেখ করে লিখেছেন, ‘সাফল্যের মুকুটে আরও পালক যুক্ত হোক। অভিনন্দন ফিজ।’

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss