বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, জাতীয় বিশ্ববিদ্যালয় শাখার ২০২৩-২৪ কার্যবর্ষের সেরাদের পুরস্কার বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম নগরীর খুলশীতে চট্টগ্রাম সময়ের কার্যালয়ে এক অনুষ্ঠানে পুরস্কার প্রদান করা হয়।
জাতীয় বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মোহাম্মদ রায়হান উদ্দিন ছিদ্দীকির সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক, অত্র শাখার সাবেক সভাপতি ও উপদেষ্টা আজহার মাহমুদ ও ফোরামের কেন্দ্রীয় সভাপতি আমজাদ হোসেন হৃদয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ আরমান রাকিব।
২০২৩-২৪ কার্যবর্ষের সেরাদের তালিকায় বর্ষসেরা সংগঠক নির্বাচিত হয়েছিলেন মোহাম্মদ রায়হান উদ্দিন ছিদ্দীকি। অন্যান্যদের মধ্যে মোহাম্মদ এনামুল হক, এস. আর শাহিন, মোঃ জুবাইল আকন্দ উদীয়মান সেরা সংগঠক, মোঃ আরমান রাকিব, এস. এম. রাহমান জিকু, ভূঁইয়া শফি সেরা কলাম লেখক, হুমায়রা খানম জেরিন সেরা চিঠিপত্র লেখক, তানজিদ শুভ্র সেরা ফিচার লেখক এবং তৈয়বা খানম ও ফাতেমাতুজ জোহুরা সেরা সদস্য নির্বাচিত হয়েছিল।
নির্বাচিত সেরাদের হাতে পুরস্কার দেন উপস্থিত অতিথিবৃন্দ। সেরা কলাম লেখক এস. এম রাহমান জিকু তার অনুভূতি প্রকাশ করে বলেন, কতটুকু আনন্দিত হলে মানুষ বলে প্রকাশ করতে পারে না, আমি ঠিক ততটুকুই প্রফুল্লিত। যারা আমাকে লেখালেখিতে অনুপ্রাণিত করেছে তাদের সবার প্রতি কৃতজ্ঞতা। সেরা সদস্য নির্বাচিত ফাতেমাতুজ জোহুরা বলেন, তরুণ কলাম লেখক ফোরাম আমাকে স্বস্তি দেয়, শান্তি দেয়। প্রিয় ফোরামে বর্ষসেরা সদস্য হওয়া আমার জীবনের একটি সেরা অর্জন।
প্রধান অতিথির বক্তব্যে শাখার সাবেক সভাপতি, উপদেষ্টা ও সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আজহার মাহমুদ বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সারাদেশে ছড়িয়ে আছে। জাতীয় বিশ্ববিদ্যালয় ইতোমধ্যে তাদের স্বকীয়তায় সেরা হয়েছে। আগামীদিনেও যেন এই ধারা অব্যহত থাকে সে লক্ষ্য নিয়ে কাজ করতে হবে। তিনি ঢাকা ও চট্টগ্রামের পাশাপাশি বিভাগ ভিত্তিক আরও অফলাইন অনুষ্ঠান আয়োজনের আহ্বান জানান।
নব গঠিত কমিটিকে স্বাগত জানিয়ে কেন্দ্রীয় সভাপতি আমজাদ হোসেন হৃদয় বলেন, বিগত বছরের চেয়ে কাজে ও অর্জনে জাতীয় বিশ্ববিদ্যালয় শাখাকে সেরা হতে হবে। দায়িত্বশীল সবাইকে নিজেদের উপর অর্পিত দায়িত্ব গুরুত্বের সাথে পালনের আহ্বান জানান তিনি।
চস/আজহার