spot_img

২৮শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, সোমবার
১২ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

চট্টগ্রামে লেখক ফোরাম জাতীয় বিশ্ববিদ্যালয় শাখার সাহিত্য আড্ডা

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, জাতীয় বিশ্ববিদ্যালয় শাখার চট্টগ্রামের সদস্যদের মাসিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়।

আজ শুক্রবার (২৯ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম নগরীর এমএআজিজ স্টেডিয়াম সংলগ্ন মেরিটাইম মিউজিয়ামে এ আড্ডা অনুষ্ঠিত হয়।

জাতীয় বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মোহাম্মদ রায়হান উদ্দিন ছিদ্দীকির সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক, জাতীয় বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি ও উপদেষ্টা আজহার মাহমুদ ও বাংলাদেশ বেতারের আলোচক মোহাম্মদ আল আমিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ আরমান রাকিব।

আড্ডায় শাখার সাবেক সভাপতি, উপদেষ্টা ও সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আজহার মাহমুদ বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সারাদেশে ছড়িয়ে আছে। জাতীয় বিশ্ববিদ্যালয় ইতোমধ্যে তাদের স্বকীয়তায় সেরা হয়েছে। আগামীদিনেও যেন এই ধারা অব্যহত থাকে সে লক্ষ্য নিয়ে কাজ করতে হবে। একইসাথে চট্টগ্রামের সদস্যদের লেখালেখিতে আরও বেশি মনযোগী হওয়ার পরামর্শ দেন তিনি।

লেখক ফোরামের এই কার্যক্রমকে স্বাগত জানিয়ে আলোচক মোহাম্মদ আল আমিন বলেন, আপনাদের কার্যক্রম বেশ প্রসংশনীয়। আপনাদের মাধ্যমেই সমাজে প্রতিষ্ঠা হবে ন্যায় ও সাম্য। লেখালেখির এই ধারা অব্যাহত রাখলে আপনারা আপনাদের জীবনের সমস্ত কাজেও সফল হতে পারবেন।

চস/এজেড

Latest Posts

spot_imgspot_img

Don't Miss