spot_img

২৫শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, শুক্রবার
১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

ডেস্ক রিপোর্ট

সর্বশেষ

চাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে। মনোনয়নপত্র সংগ্রহের কার্যক্রম চলবে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত।

রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে চাকসু ভবনে মনোনয়ন ফরম বিতরণ শুরু হয়, যা চলবে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত।

দুপুর সাড়ে ১১টা পর্যন্ত ভিপি পদে দুইজন সহ মোট ৪ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

৩৫ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া এবারের নির্বাচনে প্রার্থীদের জন্য হল সংসদের মনোনয়ন ফি রাখা হয়েছে ২০০ টাকা এবং কেন্দ্রীয় সংসদের জন্য ৩০০ টাকা। মনোনয়নপত্র সংগ্রহের সময় প্রার্থীরা ডোপ টেস্টের কার্ড পাবেন। পরে চবি মেডিক্যালে ৩৫০ টাকা ফি জমা দিয়ে নমুনা দিতে হবে।

চাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন জানান, উৎসবমুখর পরিবেশে মনোনয়ন ফরম বিতরণ শুরু হয়েছে। এখন পর্যন্ত ৪ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছে। নির্বাচন নিয়ে শিক্ষক-কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের কারণে দুপুর সাড়ে ১২টা থেকে আড়াইটা পর্যন্ত মনোনয়ন ফরম বিতরণ বন্ধ থাকবে।

গত ২৮ আগস্ট ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২১ সেপ্টেম্বর প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে। ২৫ সেপ্টেম্বর প্রকাশিত হবে চূড়ান্ত তালিকা। ভোটগ্রহণ হবে ১২ অক্টোবর সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss