কবিতা, তুমি কেমন আছ?
চিনতে পেরেছো আমায়?
ওই যে না খেয়ে বসে থাকতাম
লিখবো বলে তোমায়।
মনে পরছে না বুঝি!
না, না, মনে তোমার আছে,
কারণ কিছুদিন আগেও যে
আমি ছিলাম...
হে! হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি
কভু ভুলবো না হে! চির সুমহান,
হে! বাংলার স্বাধীনতার অমর রূপকার
প্রিয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
অসত্য প্রতিরোধে আপোষহীন নেতা বজ্র কন্ঠে ছিলেন...