অপু ও তনয় দুই জন বন্ধু।প্রতিদিন বাড়ি থেকে বের হয় কাজ করতে।কিন্তু তাদের এখনো কাজ করার বয়স হয়নি। অপুর বয়স দশ এবং তনয়ের বয়স এগারো।ওদের কাজ হলো রাস্তা ঘাটে পড়ে থাকা বোতল এবং নানা প্রকার জিনিস একত্রিত করে দিন শেষে তা বিক্রি করা।এতে তারা একশত বা দেড়শত টাকা পাই।তা নিয়ে মহাখুশি।সে টাকা দিয়ে এক দু দিন কেটে যাবে তাদের।অপু ও তনয় একদিন রাস্তার ধারে হাটছিল একজন লোক তাদের জিজ্ঞাসা করল তাদের বাবা কি করে?তখন অপু বললো আমার বাবা রিক্সা চালাই।এবং তনয় বললো আমার বাবা ইটের ভাটায় কাজ করে।তখন লোকটি বললো তোমরা কি লেখা পড়া করো? তারা বললো না!লোকটি বললো যদি আমি তোমাদের পড়ায় তা হলে কি তোমরা পড়বে?তখন অপু ও তনয় বললো হ্যাঁ পড়বো!তারা বললো আমাদের তো বই নেই? তখন লোক টি বললো সব আমি দিব শুধু তোমরা পড়লে হবে!তারা তো মহা খুশি, কাল থেকে আর কাজ করতে হবে না!লোক টি তাদের বললেন তোমরা কাল স্কুলে যাওয়ার জন্য রেডি থাকিয়ো!তা বলে লোক টি চলে গেলো।
পরেরদিন সকালে তারা মা বাবা কে বললো আমরা আজ থেকে স্কুলে যাবো তখন তাদের মা বাবা বললো কি ভাবে যাবে?আমাদের তো তোমাদের কে স্কুলে পড়ানোর মত টাকা নেই! তারা বললো আমাদের এক আঙ্কেল বলেছে তিনি পড়াবেন।তাদের মা বাবা বললো তা হলে যাও, ভালো মত লেখা পড়া করিও।তারা বাড়ি থেকে বেরিয়ে পড়ল।কিছু দূর যেতে না যেতে তারা ঐ লোক টি তাদের জন্য দাঁড়িয়ে থাকতে দেখে এবং তারা দৌড়ে গিয়ে লোকটি কে জড়িয়ে ধরে।লোক টি ও তাদের কে আদর করে দিল।লোক টি তাদের নিয়ে একটি স্কুলে গেলো। স্কুল টির প্রদান কাজ হলো পথশিশু দের শিক্ষা প্রদান।স্কুল টি চলে বিদেশি একটি সংস্থার মাধ্যমে।স্কুলটিতে আছে প্রাথমিক পঞ্চম শ্রেণি পর্যন্ত।অপু ও তনয় পড়তে লাগলো।এক সময় তারা পঞ্চম শ্রেণি থেকে সমাপনী পরীক্ষা দেই। এতে তারা জি পি এ ফাইভ পাই।এর পর তাদের জন্য ঐ বিদেশি সংস্থা সাহায্য করে যাচ্ছে। তারা ও ভালো ভাবে পড়ছে।এভাবে তারা কলেজ পার করে এখন বিশ্ববিদ্যালয় পড়ছে।কিছুদিন পর তাদের প্রাতিষ্ঠানিক পড়া লেখা শেষ হবে।দেখতে দেখতে বছর শেষ হলো।অপু নিজ গ্রামে এসে একটি স্কুল খুলল এতে সে পথশিশু দের পড়ানো হয়।আর তনয় একটি ডাক্তারি কোর্স করে সে গ্রামের গরিব দুঃখি মানুষ দের বিনামূল্যে সেবা দিয়ে যাচ্ছে।
লেখক : ছড়া ও গল্পকার
ইমেইল : [email protected]
ইমেইল : [email protected]


