spot_img

২৮শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, সোমবার
১২ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

চট্টগ্রামের ফিরোজ শাহ কলোনীতে কলেজ ছাত্রীকে ‘ধর্ষণ’

চট্টগ্রামে পূর্ব ফিরোজ শাহ কলোনীর একটি বাসায় গত ১১ ডিসেম্বর এক কলেজ ছাত্রীকে ডেকে নিয়ে দুই বন্ধু মিলে ধর্ষণের অভিযোগে একটি মামলা হয়েছে। এ ঘটনায় আকবর শাহ থানায় মামলা করেছেন ওই কলেজ ছাত্রীর মা।

ওই এলাকার বাসিন্দা রাকিবুল হাসান ওরফে আরিয়ান (২০) ও মেহেদী হাসান আশিক রব্বানী ওরফে বাবুকে (২৩) আসামি করা হয়েছে ওই মামলায়। তাদের কাউকে এখনও ধরতে পারেনি পুলিশ।

মামলায় বলা হয়েছে, দ্বাদশ শ্রেণি পড়ুয়া মেয়েটির সঙ্গে আরিয়ানের প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু পরিবার বিষয়টি জানার পর মেয়েটি সম্পর্ক ছিন্ন করে।

আরও পড়ুন:- বাবা-মাকে বেঁধে রেখে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ লক্ষ্মীপুরে

গত ১১ ডিসেম্বর বিকালে ওই কলেজ ছাত্রী বই কেনার জন্য বাসা থেকে বেরিয়ে জিইসি মোড়ে যাওয়ার সময় আরিয়ান তাকে ফোন করে বলেন, মোটর সাইকেল দুর্ঘটনায় তিনি আহত হয়েছেন এবং পূর্ব ফিরোজ শাহ কলোনীতে তার বন্ধু বাবুর বাসায় আছেন; মেয়েটি যেন তাকে দেখতে যায়। ওই কলেজ ছাত্রী সেখানে গেলে আরিয়ান ও বাবু তাকে ‘ধর্ষণ’ করেন বলে অভিযোগ করা হয়েছে মামলায়।

মেয়েটির মা এজাহারে লিখেছেন, বাবুর বাসায় ওই ঘটনার সময় আর কেউ ছিলেন না। চিৎকার চেঁচামেচির আওয়াজ যেন বাইরে থেকে শোনা না যায়, সেজন্য উচ্চস্বরে গান ছেড়ে দিয়েছিল তারা। ধর্ষণের কথা প্রকাশ করলে মেয়েটিকে হত্যা করে লাশ গুম করার হুমকিও আরিয়ান ও বাবু দেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

এজাহারে বলা হয়, বাসায় ফিরে অসুস্থ বোধ করলে মেয়েটি তার পরিবারকে ঘটনা খুলে বলেন। তখন তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়।

আকবর শাহ থানার ওসি জহির হোসেন বলেন, প্রাথমিকভাবে ঘটনার ‘সত্যতা’ পেয়েছেন তারা। ঘটনার পরপর আসামিরা পালিয়ে গেছে এবং তাদের ধরতে পুলিশের একাধিক দল কাজ করছে।

চস/এএম

Latest Posts

spot_imgspot_img

Don't Miss