spot_img

২৩শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, শুক্রবার
৮ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সর্বশেষ

সিগারেটের আগুনে পুড়ে ছাই ১৫ বসতবাড়ি

চট্টগ্রাম নগরের পাহাড়তলীতে সিগারেটের আগুনে ১৫টি কাঁচা বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (৩০ ডিসেম্বর) মধ্যরাতে বসুন্ধরা আবাসিক এলাকার ৭ নম্বর মেয়র রোডে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আকবর আলী স্থানীয়দের বরাতে জানিয়েছেন, বসুন্ধরা আবাসিকের মেয়র রোডে বেশ কিছু কাঁচাঘর ছিল। বুধবার মধ্যরাতে কিছু বখাটে যুবক জ্বলন্ত সিগারেটের অংশ ওই কাঁচাঘরের কোনো একটিতে ছুঁড়ে ফেলে যায়। সেখান থেকে আগুনের সূত্রপাত হয়ে তা চারদিকে ছড়িয়ে পড়ে।’

তিনি বলেন, খবর পেয়ে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সদস্যরা দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে তার আগেই ১৫টি বসতবাড়ি পুড়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিরূপণ করা যায় নি।’

প্রতিবছর শীত মৌসুমে চট্টগ্রামে অগ্নিকাণ্ডের ঘটনা আশঙ্কাজনক হারে বেড়ে যায়। এতে নিঃস্ব হন হাজারও মানুষ। চট্টগ্রাম ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের তথ্যানুসারে, চলতি বছর নভেম্বর পর্যন্ত চট্টগ্রামে ৬৫০টিরও বেশি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

 

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss