নগরীরর লালখান বাজার থেকে ৯ মামলার আসামি ‘কিশোরগ্যাং লিডার’ খ্যাত মো. মুন্নাকে (২৩) গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায় মুন্না ‘কিশোরগ্যাং লিডার’ নামে পরিচিত।
গতকাল সোমবার রাত ১২টায় তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান খুলশী থানার ওসি শাহীনুজ্জামান।
ওসি জানান, গোপন সংবাদ পেয়ে লালখান বাজার এলাকা থেকে মুন্নাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। তার বিরুদ্ধে একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। পুলিশের উপর হামলার অভিযোগসহ ছিনতাই, ডাকাতি, মারামারির মোট ৯টি মামলা রয়েছে তার বিরুদ্ধে।
চস/আজহার