spot_img

২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, বুধবার
১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

পাথরঘাটায় ছুরির আঘাতে রক্তাক্ত প্রিসাইডিং অফিসার

প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থক, কেন্দ্র সচিবের ওপর হামলার পর এবার প্রিসাইডিং অফিসারকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৩৪ নং পাথরঘাটা ওয়ার্ডে বুধবার (২৭ জানুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটেছে।

জানা গেছে, রামপুর ওয়ার্ডের পাথরঘাটা বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দায়িত্ব পালন করছিলেন প্রিসাইডিং অফিসার মোহাম্মদ মাঈনুদ্দিন। এসময় অতর্কিত একদল লোক ঢুকে পড়ে কেন্দ্রের ভেতর।

তারা বুথে ঢুকে ভোটারদের ভোট দিতে বাধা দেয়। এ নিয়ে কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিসাইডিং অফিসার ও অন্যান্যদের সাথে কথা কাটাকাটি হয়। এ সময় বহিরাগত ওই দলটির কয়েকজন ধারালো ছুরি বের করে হামলা চালায়।

এতে প্রিসাইডিং অফিসার মাঈনুদ্দিন গুরুতর আহত হন। রক্তাক্ত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। তাকে জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হয়।

এ বিষয়ে জানতে চাইলে তিনি শুধু বলেন, ‘একদল বহিরাগত অতর্কিত হামলা চালিয়েছে।’ এর বেশি কোনো মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন তিনি।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss