spot_img

৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার
২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

টিকা নিলেন বিকেএমইএ সহ-সভাপতি গাওহার সিরাজ জামিল

করোনার টিকা নিলেন বিকেএমইএর সহ-সভাপতি এবং ফোর এইচ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক গাওহার সিরাজ জামিল। আজ বুধবার (১০ ফেব্রুয়ারি) নগরীর আলকরণস্থ চট্টগ্রাম সিটি কর্পোরেশন জেনারেল হাসপাতালে তিনি টিকা গ্রহণ করেন।

এ সময় চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ও চট্টগ্রাম নগরের কোভিড কমিটির সদস্য সচিব ডা. সেলিম আকতার চৌধুরী উপস্থিত ছিলেন।

আজ বেলা দেড়টায় টিকা নেয়ার পর তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি সবাইকে নির্ভয়ে টিকা নেওয়ার আহবান জানান।

 

টিকা নিচ্ছেন গাওহার সিরাজ জামিল, পাশে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা সেলিম আকতার চৌধুরী

টিকার কার্যকারিতা নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে উল্লেখ করে জি এস জামিল বলেন, এসব গুজবে কেউ কান দেবেন না। অনেকগুলো ধাপ পেরিয়ে এই টিকার কার্যকারিতা সম্পর্কে নিশ্চিত হওয়ার পরই সকলের জন্য টিকা উন্মুক্ত করা হয়েছে।

আরো পড়ুন: শিক্ষাপ্রতিষ্ঠান খুললেই প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষা শুরু

করোনার টিকা নেওয়ার পরও সকলকে মাস্ক ব্যবহারের তাগিদ দেন তিনি। বলেন, টিকা দেয়ার পরও আমাদের সকলের স্বাস্থ্যবিধি মানতে হবে। সরকারি ঘোষণা আসার আগ পর্যন্ত মাস্ক পরে থাকতে হবে। পূর্ণ স্বাস্থ্যবিধি মানতে হবে।

চস/স

 

Latest Posts

spot_imgspot_img

Don't Miss