spot_img

২৮শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, সোমবার
১২ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

চট্টগ্রামে আরও ৬৬ জনের দেহে করোনা শনাক্ত

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৬৬ জনের দেহে। এদের মধ্যে ৫৭ জন নগরের ও ৯ জন বিভিন্ন উপজেলার। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৩ হাজার ৭২৭ জনে। এই সময়ে নতুন করে কেউ মত্যুবরণ করেনি।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) এই তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।

তিনি বলেন, কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাব ও চট্টগ্রামের আটটি ল্যাবে ১৫৮২ জনের নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে ৬৬ জনের শরীরে করোনার জীবাণু পাওয়া গেছে।

তবে এখন পর্যন্ত চট্টগ্রামে করোনায় মারা গেছেন মোট ৩৬৯ জন। এর মধ্যে ২৬৮ জন নগরের ও ১০১ জন বিভিন্ন উপজেলার।

সিভিল সার্জন জানান, গতকাল বুধবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ২০ জনের নমুনা পরীক্ষা করে ২ জনের ও বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৭১১ জনের নমুনা পরীক্ষায় ১৪ জনের করোনা পজিটিভ এসেছে। একইসময়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ৫৭৪ জনের নমুনা পরীক্ষা করে ১৭ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।

আরো পড়ুন: করোনায় আরও ১০ জনের মৃত্যু, আক্রান্ত ৩৮৮

এছাড়া চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ৭১ জনের নমুনা পরীক্ষায় ১২ জনের করোনা পজিটিভ এসেছে। ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৪৭ জনের নমুনা পরীক্ষা করে ১৩ জন এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৮ জনের নমুনা পরীক্ষায় ১ জনের করোনা শনাক্ত হয়েছে। এদিন শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ১৩৮ জনের নমুনা পরীক্ষা করে ৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৮ জনের নমুনা পরীক্ষা করে কারো শরীরে করোনার জীবাণু পাওয়া যায়নি। তবে জেনারেল হাসপাতালে (আর টি আর এল) ৫ জনের নমুনা পরীক্ষা করে ১ জনের শরীরে করোনার জীবাণু পাওয়া গেছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss