spot_img

২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, মঙ্গলবার
১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

চট্টগ্রামে করোনায় আরও ৪ জনের মৃত্যু

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৯৩ জনের দেহে। এদের মধ্যে নগরের ৬৪ জন এবং উপজেলায় ২৯ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫২ হাজার ৭৩৬ জনে।

মঙ্গলবার (২৫ মে) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

আরও জানা যায়, গতকাল সোমবার কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাব ও চট্টগ্রামে সাতটি ল্যাবে ৭৫৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৯৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১২৮ জনের নমুনা পরীক্ষায় ২১ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৩২১ জনের নমুনা পরীক্ষায় ১৬ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ২১ জনের নমুনা পরীক্ষায় ৭ জন এবং চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ২০১ জনের নমুনা পরীক্ষায় ২৭ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।

এছাড়া চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ২৭ জনের নমুনা পরীক্ষায় ১০ জন, জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ৪২ জনের নমুনা পরীক্ষায় ১০ জন এবং চট্টগ্রাম মেডিকেল সেন্টার ল্যাবে ৯ জনের নমুনা পরীক্ষায় ২ জনের দেহে করোনাভাইরাস ধরা পড়েছে।

আরো পড়ুন: ব্ল্যাক ফাঙ্গাসের উপসর্গ নিয়ে দেশে একজনের মৃত্যু

একই সময়ে কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৬ জনের নমুনা পরীক্ষা করে কারো শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব মেলেনি।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss