চট্টগ্রামের আকবরশাহ থানা এলাকা থেকে ৭ হাজার ইয়াবাসহ মো. রইচ উদ্দিন সুমন (৩৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা (পশ্চিম) পুলিশ।
মঙ্গলবার (৮ জুন) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাক্কারমাথা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সুমন কুমিল্লার মেঘনা থানার পাড়ারবন্দ গ্রামের গাজী জসিম উদ্দীনের ছেলে।
মহানগর গোয়েন্দা (পশ্চিম) বিভাগের সহকারী পুলিশ কমিশনার মো. গোলাম ছারোয়ার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ৭ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় একটি মামলা রুজু করা হয়েছে।
চস/স