চট্টগ্রামে গত একদিনে সর্বোচ্চ ৬৬২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। নতুন শনাক্ত নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬১ হাজার ৫৮৯ জনে। একই সময়ে আক্রান্ত হয়ে আরো নয়জনের মৃত্যু হয়েছে। নতুন মৃত্যু নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৭৩১ জনে।
মঙ্গলবার (৬ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়।
সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, সোমবার চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে এক হাজার ৮৯০ জনের নমুনা পরীক্ষায় ৬৬২ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। এদের মধ্যে নগরের ৪৪৯ ও উপজেলার ২১৩ জন।
গত একদিনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৪১ জন, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ২১৬ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে ৪৯ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে ৫২ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ৪৬ জন ও শেভরণ হাসপাতাল ল্যাবে ৪৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়।
এছাড়া চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১৯ জন, জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে ২৮ জন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে সাতজন, ইপিক হেলথ কেয়ার ল্যাবে ৩০ জন, অ্যান্টিজেন টেস্টে ১২৫ জন এবং কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের দুইজনের শরীরে করোনা শনাক্ত হয়।
চস/স