চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। যাদের ৩ জন নগরের বাকি ৫ জন উপজেলার বাসিন্দা। এ নিয়ে চট্টগ্রামে করোনায় মৃত্যুর সংখ্যা ১ হাজার ৪৪ জনে দাঁড়িয়েছে।
একই সময়ে নতুন করে করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন আরও ৯২৮ জন। তার মধ্যে ৫৬৩ জন নগরের ও ৩৬৫ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা ৮৯ হাজার ৫৮৮ জনে এসে দাঁড়িয়েছে। তাদের মধ্যে ৬৬ হাজার ৩৭৫ জন নগরের বাসিন্দা ও ২৩ হাজার ৫৮৮ জন বিভিন্ন উপজেলার।
শুক্রবার (৬ আগস্ট) রাতে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সূত্রে এসব তথ্য জানা গেছে।
কক্সবাজারসহ চট্টগ্রামের সরকারি-বেসরকারি ১০টি ল্যাব ও বিভিন্ন এন্টিজেন বুথে সর্বমোট ২ হাজার ৭২৪ জনের নমুনা পরীক্ষা হয়।
সর্বশেষ ২৪ ঘন্টায় চট্টগ্রামে করোনা শনাক্তদের মধ্যে লোহাগাড়ার ২ জন, সাতকানিয়ার ৬ জন, বাঁশখালীর ১০ জন, আনোয়ারার ৭ জন, চন্দনাইশের ৫ জন, পটিয়ার ৩৩ জন, বোয়ালখালীর ৬০ জন, রাঙ্গুনিয়ার ২ জন, রাউজানের ৬৮ জন, ফটিকছড়ির ৩৮ জন, হাটহাজারীর ৯৯ জন, সীতাকুণ্ডের ৩০ জন, মিরসরাইয়ের ৪ জন ও সন্দ্বীপের রয়েছেন ১ জন।
চস/স