চট্টগ্রামের হালিশহরে ৬ তলা ভবনের ছাদ থেকে পড়ে মো. মেহেদী (৭) নামের এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। মেহেদী তানজিমুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার ছাত্র।
বুধবার (১১ আগস্ট) দুপুর দেড়টার দিকে হালিশহরের কে ব্লক এলাকায় এই ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ বক্সের উপ-পরিদর্শক নুরুল আলম আশেক বলেন, ‘হালিশহর কে ব্লক এলাকায় মেহেদী নামের এক মাদ্রাসাছাত্র ৬ তলা ভবনের ছাদ থেকে পড়ে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে বিকেল পৌনে ৩টায় চমেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
চস/আজহার