চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে গত একদিনে ৫ জন মারা গেছেন। একই সময়ে নতুন করে ৪৬৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এর আগের দিন মারা গিয়েছিলেন ৮ জন এবং শনাক্ত হয়েছিলেন ৬১৬ জন। গত একদিনের পরিসংখ্যান থেকে দেখা যায় জেলায় কমেছে মৃত্যু ও সংক্রমণ।
শুক্রবার (১৩ আগস্ট) দিবাগত রাতে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
এ প্রসঙ্গে জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, চট্টগ্রামের ১০টি ল্যাবে ২ হাজার ৩৩৩ জনের নমুনা পরীক্ষা করে ৪১৬ জনের মধ্যে করোনাভাইরাস পাওয়া গেছে। তাদের মধ্যে চট্টগ্রাম নগরেরই ২৯৭ জন। বাকিরা বিভিন্ন উপজেলার। গত একদিনে করোনা শনাক্তের হার ১৯ দশমিক ৯৭ শতাংশ।
আরো পড়ুন: মমেক করোনা ইউনিটে একদিনে আরও ২৩ মৃত্যু
জেলায় এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৯৪ হাজার ৩৫০ জন। মোট শনাক্তের মধ্যে চট্টগ্রাম নগরেরই ৬৯ হাজার ৩৩৮ জন। বাকি ২৫ হাজার ১২ জন বিভিন্ন উপজেলার।
চস/স