নগরীর বায়েজিদস্থ মিনহাজুল কোরআন হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় মহান জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও দোআ মাহফিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মুহাম্মদ হোছাইনের সভাপতিত্বে গতকাল ১৫ আগস্ট বিকেলে মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন লেখক ও গবেষক মাহমুদুল হক আনসারী, বক্তব্য রাখেন সহকারী পরিচালক মাওলানা শিব্বির আহমদ, শিক্ষক মাওলানা মোক্তার আহমদ, হাফেজ মাহমুদুল ইসলাম কমিটির সভাপতি নুরুল ইসলাম বাবু অর্থ সম্পাদক মোহাম্মদ পারভেজ প্রমুখ। সভায় প্রধান অতিথি বলেন, আজ বাঙালী জাতির মহান শোকের দিন। বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন বাংলার মানচিত্র আমরা পেতাম না।আজকের এই দিনে জাতির পিতাকে সপরিবারে শহীদ করার মাধ্যমে বাংলার ইতিহাসে কালো অধ্যায় রচিত হয়। যা জাতির অশ্রুসিক্ত নয়নে স্মরণ করে আসছে। সভায় মিলাদ মাহফিল ও দোআর মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবার পরিজনের জন্যে এবং দেশ জাতির সমৃদ্ধি কামনায় বিশেষভাবে দোআর মাধ্যমে সমাপ্ত করা হয়।
চস/আজহার