চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২৯ জন। এ সময় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১ জন। সোমবার (৪ অক্টোবর) ২৫ জনের করোনা শনাক্ত হয়েছিল। তবে ওইদিন করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি।
মঙ্গলবার (৫ অক্টোবর) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ৫০০টি নমুনা পরীক্ষা করে ২৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। নতুন আক্রান্ত হওয়া ২৯ জনের মধ্যে ১৬ জন নগর এলাকার এবং ১৩ জন বিভিন্ন উপজেলা এলাকার বাসিন্দা। এছাড়া নতুন মৃত্যুবরণ করা ১ জন উপজেলার বাসিন্দা।
চট্টগ্রামে এ পর্যন্ত ১ লাখ ১ হাজার ৮৭৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে চট্টগ্রাম নগরের বাসিন্দা ৭৩ হাজার ৭৬৬ জন। বাকি ২৮ হাজার ১১৩ জন বিভিন্ন উপজেলার।
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম নগরীর বাইরে মৃত্যু হয়েছে একজনের। চট্টগ্রামে এ পর্যন্ত মোট এক হাজার ৩০৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭২০ জন চট্টগ্রাম নগরের, আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৫৮৫ জনের।
চস/স