spot_img

১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, বৃহস্পতিবার
১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

ফ্লাইওভারের র‌্যাম্পের পিলারে ফাটল নেই: চসিক বিশেষজ্ঞ টিম

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাটে এমএ মান্নান ফ্লাইওভারের র‌্যাম্পের পিলারে কোনো ফাটল নেই বলে জানিয়েছেন চসিকের বিশেষজ্ঞ টিম।

আজ মঙ্গলবার (২ নভেম্বর) সকালে ফ্লাইওভার পরিদর্শনকালে চসিকের বিশেষজ্ঞ টিমের পরিদর্শকরা এ মন্তব্য করেছেন।

এ টিমে ছিলেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) প্রফেসর ড. আব্দুর রহমান এবং সড়ক ও জনপথ অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী হাফিজুর রহমান ও চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম।

পরিদর্শক দলে থাকা সড়ক ও জনপথ অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী হাফিজুর রহমান বলেন, যেটি ফাটলের মতো মনে হচ্ছে, সেটি আসলে ফাটল নয়। দূর থেকে ছবি তোলায় মনে হবে ফাটল। আমরা ওপরে উঠে দেখেছি, পরীক্ষা করেছি। এটি ‘ফলস কাস্টিং’।

রফিকুল ইসলাম জানান, চুয়েটের অধ্যাপক ও সওজের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সরেজমিন র‌্যাম্পটি পরিদর্শন করেছেন। আশা করি আগামীকাল (বুধবার) রিপোর্ট দেবেন। এরপর কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss