spot_img

২রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার
১৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

চট্টগ্রামে মৃত্যুহীন দিনে বেড়েছে করোনা শনাক্ত

চট্টগ্রাম গত ২৪ ঘণ্টায়ও করোনায় কারো মৃত্যু হয়নি। তবে বেড়েছে শনাক্তের সংখ্যা। নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১০ জনের শরীরে।

চট্টগ্রামে এখন পর্যন্ত করোনায় ১ হাজার ৩২৬ জনের মৃত্যু হয়েছে। তারমধ্যে নগরের ৭২৩ জন এবং ৬০৩ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

এছাড়া এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১ লাখ ২ হাজার ৩০১ জনের। এরমধ্যে নগরের ৭৪ হাজার ১৬ জন এবং ২৮ হাজার ২৮৫ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

শনিবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো করোনা-সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ২৯৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ০.৭৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় শনাক্ত ব্যক্তিদের মধ্যে নগরের ৬ জন এবং নগরের বাইরের উপজেলার ৪ জন।

নতুন করে শনাক্ত হওয়া উপজেলাগুলোর মধ্যে- সাতকানিয়ার ১, ফটিকছড়ির ১ ও হাটহাজারীর ২ জন বাসিন্দা রয়েছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss