spot_img

৯ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, সোমবার
২৪শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

চট্টগ্রামে গণপরিবহনে হাফ ভাড়াসহ ৫ দাবি শিক্ষার্থীদের

গণপরিবহনে সাধারণ শিক্ষার্থীদের হাফ ভাড়াসহ ৫ দফা দাবিতে চট্টগ্রামে সমাবেশ করেছে শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার (২৩ নভেম্বর) দুপুর ১২টায় নগরীর ২ নম্বর গেট এলাকায় ‘গণপরিবহনে হাফ ভাড়া চাই’ ব্যানারে তারা এই সমাবেশ করে।

শিক্ষার্থীদের দাবিগুলো হল- সড়ক, নৌ ও রেলপথসহ সর্বস্তরে শিক্ষার্থীদের হাফ ভাড়া নিশ্চিত করা, গণপরিবহনে ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত দ্রুত বাতিল করা, পরিবহনখাতে শ্রমিকদের ওপর চলমান সকল প্রকার চাঁদাবাজি বন্ধ করা, জ্বালানি তেল ও এলপিজি গ্যাসের দাম কমানো, রাস্তার ধারণক্ষমতা বিবেচনায় ব্যক্তিগত পরিবহন হ্রাস, গণপরিবহন ও ট্রাফিক ব্যবস্থার মানোন্নয়ন নিশ্চিত করা।

এ সময় শিক্ষার্থীরা বলেন, সারাদেশে গণপরিবহনে হাফ ভাড়ার দাবি নতুন নয়। এটি আমাদের যৌক্তিক দাবি। চট্টগ্রামে তো হাফ পাসের সিস্টেমই নেই। ৩ নম্বর ও ৪ নম্বর বাসে হাফ ভাড়া দিতে গেলে বাসের হেলপার নিতে চায় না। এমনকি তারা বলে উঠা-নামা ১০ টাকা। আমরা প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি। প্রশাসন সুদৃষ্টি দিলে চট্টগ্রামে শিক্ষার্থীদের এই দুর্ভোগ পোহাতে হবে না।

পরে দুপুর পৌনে ১টায় ২ নম্বর গেট থেকে একটি মিছিল বের হয়ে জিইসির মোড়ে গিয়ে শেষ হয়।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss