spot_img

৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, বুধবার
১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

চট্টগ্রামে মৃত্যুহীন দিনে আরও ১০ জনের করোনা শনাক্ত

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন করে ১০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ সময়ে করোনা আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। শনাক্তের হার শূন্য দশমিক ৭৮ শতাংশ।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। সোমবার (২০ ডিসেম্বর) জেলায় ১৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। ওইদিনও করোনায় কারো মৃত্যু হয়নি।

জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী বলেন, চট্টগ্রামের ১১টি ল্যাবে ১ হাজার ২৬৭ জনের নমুনা পরীক্ষা করে ১০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এর মধ্যে ৭ জনই চট্টগ্রাম নগরের বাসিন্দা। বাকি ৩ জনের মধ্যে হাটহাজারীর ১ জন ও সীতাকুণ্ড উপজেলার বাসিন্দা ২ জন।

চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২ হাজার ৫২২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে নগরের বাসিন্দা ৭৪ হাজার ১৮৪ জন। বাকি ২৮ হাজার ৩৩৮ জন বিভিন্ন উপজেলার।

করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে এখন পর্যন্ত মোট ১ হাজার ৩৩২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭২৩ জন নগরের, বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬০৮ জনের।

চট্টগ্রামে ২০২০ সালের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তির মৃত্যু হয়।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss