চট্টগ্রামে গত একদিনে আরও ২৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১ দশমিক ৫৬ শতাংশ। এইদিন করোনা আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।
রোববার চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়েছিলেন ১৬ জন। অর্থাৎ আগের দিনের তুলানায় বৃদ্ধি পেয়েছে সংক্রমণ। সোমবার (৩ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী।
তিনি বলেন, চট্টগ্রামের ১২টি ল্যাবে ১ হাজার ৪৬৭ জনের নমুনা পরীক্ষা করে ২৩ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়। এর মধ্যে ১৫ জনই চট্টগ্রাম নগরের বাসিন্দা। বাকি আট জনের মধ্যে আনোয়ারায় ২, বাঁশখালীতে ১, লোহাগাড়ায় ১, রাউজানে ১, ফটিকছড়িতে ১, সীতাকুণ্ডে ১ ও মিরসরাইয়ে ১ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২ হাজার ৬৮১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে নগরের বাসিন্দা ৭৪ হাজার ৩০০ জন। বাকি ২৮ হাজার ৩৮১ জন বিভিন্ন উপজেলার।
করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে এখন পর্যন্ত মোট ১ হাজার ৩৩২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭২৩ জন নগরের, বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬০৯ জনের।
চস/স