গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনায় ১ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫৪৯। শনাক্তের হার ২১ দশমিক ৩২ শতাংশ। গতকাল মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) ৭২৯ জনের করোনা শনাক্তের কথা জানিয়েছিল সিভিল সার্জন কার্যালয়।
বুধবার (২ ফেব্রুয়ারি) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে আরও জানা যায়, চট্টগ্রামের ১০টি ল্যাবে ২ হাজার ৫৭৫টি নমুনা পরীক্ষা করে ৫৪৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৩৭৬ জনই নগরের বাসিন্দা।
বাকি ১৭৩ জনের মধ্যে লোহাগাড়ার ৪, সাতকানিয়ার ৫, বাঁশখালীর ৩, আনোয়ারার ৫, চন্দনাইশের ৪, পটিয়ার ২৫, বোয়ালখালীর ১৪, রাঙ্গুনিয়ার ১৪, রাউজানের ১৮, হাটহাজারীর ২৯, ফটিকছড়ির ২৬, মিরসরাইয়ের ৯, সীতাকুণ্ডের ১৩ ও সন্দ্বীপ উপজেলার ৪ জন রয়েছেন।
সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী বলেন, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১২ জন, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ২০৭ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে ৯৩ জন, অ্যান্টিজেন টেস্টে ৫৪ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ৭০ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৪৩ জন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ৯ জন, ইপিক হেলথকেয়ার ল্যাবে ৪২ জন, ল্যাবএইড হাসপাতাল ল্যাবে একজন এবং মেট্রোপলিটন হাসপাতাল ল্যাবে ১৮ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।
চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২০ হাজার ৯৯২ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে নগরের বাসিন্দা ৮৮ হাজার ১৮৩ জন। অন্যরা বিভিন্ন উপজেলার।
করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে মোট ১ হাজার ৩৫৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৩৪ জন নগরের। আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬২৫ জনের।
চস/স