spot_img

৯ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, সোমবার
২৪শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

টিসিবির কার্ডে পণ্য বিতরণ চলছে চট্টগ্রামে

চট্টগ্রামে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) এই কার্ডধারীদের মধ্যে ন্যায্যমূল্যে পণ্য বিতরণ শুরু করা হয়েছে। রবিবার সকাল সাড়ে ১১টার দিকে নগরের দুই নম্বর গেইট সংলগ্ন একটি কনভেনশন সেন্টারে টিসিবি পণ্য বিতরণ উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মমিনুর রহমান। চট্টগ্রাম জেলায় ৫ লাখ ৩৫ হাজার টিসিবির কার্ড বিতরণ করা হচ্ছে। একজন সুবিধাভোগী ৫৫ টাকা দামে দুই কেজি চিনি, ৬৫ টাকা করে দুই কেজি মশুর ডাল ও ১১০ টাকা দামে সর্বোচ্চ দুই লিটার তেল কিনতে পারবেন। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে পণ্য বিক্রি কার্যক্রম।

উদ্বোধনকালে জেলা প্রশাসক মো. মমিনুর রহমান বলেছেন, নিম্নবিত্ত ও স্বল্প আয়ের লোকজন টিসিবির রেশন কার্ডের মাধ্যমে উপকৃত হবেন। ন্যায্য ও সাশ্রয়ী মূল্যে তারা নিত্যপ্রয়োজনীয় পণ্য ক্রয় করতে পারবেন। যদি এই কার্ড বিরতণে কোনো অনিয়ম হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। তিনি বলেন, যত নিম্নবিত্ত ও নিম্ন আয়ের মানুষ আছে সকলেই টিসিবির রেশন কার্ডের আওতায় আসবে। বাজারে অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেট করে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দেয়। এসব অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট টিসিবির ন্যায্যমূল্যে পণ্য বিক্রয়ের মাধ্যমে ভেঙ্গে দেয়া হবে।

জানা যায়, রবিবার প্রথম দফায় শুরু হওয়া কার্যক্রম চলবে আগামী ৩০ মার্চ পর্যন্ত। দ্বিতীয় দফার কার্যক্রম শুরু হবে ১৫ এপ্রিল। প্রথম দফায় যারা কার্ড দিয়ে মালামাল নিচ্ছেন, একই ব্যক্তিকে দ্বিতীয় দফায় একই রকম পণ্য দেওয়া হবে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৪১টি ওয়ার্ড এবং ১৫ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ১৫ পৌরসভায় একযোগে কার্যক্রম শুরু হয়। এর মধ্যে নগরে ৩ লাখ ৯৬৩ পরিবার এবং ১৫ উপজেলায় ১ লাখ ৮৬ হাজার ৪৪৯ এবং পৌরসভাগুলোতে ৪৭ হাজার ৬৭০ পরিবার এ সুবিধা পাচ্ছে। এ জন্য জেলায় মোট ৮৪ জন ডিলারকে নিয়োগ দেয়া হয়।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss