করোনার বিধিনিষেধ কাটিয়ে দুবছর পর এবার দেশজুড়ে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। ঈদের নামাজ শেষে নির্ভয়েই মুসল্লিরা একে অপরকে জড়িয়ে ধরেছেন বুকে। সারা দেশের মতো চিরচেনা এ দৃশ্য দেখা গেছে চট্টগ্রামের ঈদগাহগুলোতেও।
চট্টগ্রাম সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় মঙ্গলবার সকাল ৮ টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে দামপাড়া জমিয়তুল ফালাহ্ মসজিদে প্রাঙ্গণে। এতে ইমামতি করেন জমিয়তুল ফালাহ মসজিদের খতিব সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দীন আল কাদেরী। সকাল ৯ টায় দ্বিতীয় জামাতে ইমামতি করেন জমিয়তুল ফালাহের পেশ ইমাম মাওলানা আহমেদুল হক।
প্রথম ঈদ জামাত শেষে খুতবা পেশ করা হয়। এরপর দোয়া ও মোনাজাতে করোনা মহামারী কাটিয়ে দেশে শান্তি বিরাজ করায় আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা হয়। এসময় সারা বিশ্বের নিপীড়িত মুসলিমদের মুক্তি কামনা করে দোয়া করা হয়। এছাড়া আগামীতে মহামারী থেকে পুরো বিশ্বকে হেফাজত ও দেশের কল্যাণ কামনা করা হয়।
প্রথম ঈদ জামাতে চট্টগ্রামের শীর্ষ রাজনৈতিক নেতাদের অংশ নিতে দেখা গেছে। এদের মধ্যে ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন, জাতীয় পার্টির সভাপতি সোলায়মান আলম শেঠ, বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দীন, চট্টগ্রামের সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী। নামাজ শেষে নেতারা একে অপরের সঙ্গে হাসিমুখে কোলাকুলি করেছেন।
ঈদ জামাতে অংশ নিতে সকাল থেকেই নতুন জামা পড়ে ঈদগাহ ময়দানে জড়ো শুরু করেন মুসল্লিরা। জমিয়াতুল ফালাহ মসজিদের পশ্চিম ও দক্ষিণ দুই গেইট দিয়ে সারিবদ্ধভাবে আর্চওয়ে দিয়ে মুসল্লিদের প্রবেশ করান আইনশৃঙখলা বাহিনীর সদস্য। ঈদের জামাতকে কেন্দ্র করে মসজিদের চারপাশ ঘিরে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ
চস/আজহার