spot_img

৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, রবিবার
১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

আজ রাত ১০টা থেকে ৮ ঘন্টা কালুরঘাট সেতুতে যানবাহন চলাচল বন্ধ থাকবে

আজ ২৬শে মে বৃহস্পতিবার রাত ১০টার থেকে কাল শুক্রবার সকাল ৬টা পর্যন্ত ৮ঘন্টা কালুরঘাট সেতুতে সবধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে।

চট্টগ্রাম-দোহাজারী সেকশনের জালালী হাট – গোমদন্ডি স্টেশনের মধ্যবর্তী কিঃমিঃ১৪/০-১৪/৮তে অবস্থিত সেতু নং সিডি-১০( কর্ণফুলী কালুরঘাট সেতু) জরুরি রক্ষণাবেক্ষণ কাজ করার নিমিত্তে সেতুর উপর আগামী ২৬-০৫-২০২২ ইংরেজি( ০১) একদিন রাত্রি ২২ ঘটিকা হইতে ২৭ই মে সকাল ০৬.০০ ঘটিকা পর্যন্ত ৮ ঘন্টা সকল ধরনের যানবাহন যথা বাস, ট্রাক, লরি , মাইক্রো, মিনিবাস, টেম্পু, সিএনজি ও মোটরসাইকেল ইত্যাদি সম্পূর্ণরূপে বন্ধ থাকবে।

সংশ্লিষ্ট ট্রাফিক সার্জেন্ট বিন্দুকে প্রয়োজনীয় পুলিশ ফোর্স সহ উত্তর সংযোগ সড়কে যাবতীয় যানবাহন নিয়ন্ত্রনে সহায়তা করার জন্য অনুরোধ করেন, মোঃ আবরার হোসেন সেতু প্রকৌশলী পুর্ব, বাংলাদেশ রেলওয়ে চট্টগ্রাম।

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss