spot_img

৯ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, সোমবার
২৪শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

চট্টগ্রামের সকল চিকিৎসকের ছুটি বাতিল

চট্টগ্রামের সীতাকুণ্ডের কদমরসুল এলাকায় বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় জেলার সব চিকিৎসকের ছুটি বাতিল করা হয়েছে।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী এ নির্দেশনা দিয়ে চিকিৎসকদের দ্রুত হাসপাতালে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন।

তিনি জানান, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রায় দেড় শতাধিক আহত ব্যক্তি ভর্তি হয়েছেন। আহতদের চট্টগ্রামের বেসরকারি হাসপাতালগুলোতেও চিকিৎসা দিতে বলা হয়েছে।

শনিবার (৪ জুন) রাত ৯টার দিকে ডিপোতে আগুনের পর পৌনে ১১টার দিকে ভয়াবহ বিস্ফোরণ হয়। রবিবার (৫ জুন) দুপুর ১টা পর্যন্ত ৩৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দগ্ধ ও আহত হয়েছেন দেড় শতাধিক মানুষ।

প্রত্যক্ষদর্শীরা জানান, একের পর এক লাশ আসছে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে। হাসপাতাল এলাকায় পোড়া লাশের গন্ধ ছড়িয়ে পড়েছে।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আলাউদ্দিন জানান, হাসপাতালের বার্ন ইউনিটজুড়ে লাশ পোড়া গন্ধ। সেখানে স্বজন হারানোরা ভিড় করছেন। হাসপাতালের চিকিৎসক, নার্স ও স্বেচ্ছাসেবকরা নিরলস সেবা দিয়ে যাচ্ছেন।

কনটেইনার ডিপোতে এখনো আগুন জ্বলছে। এ অবস্থায় আজ সকাল ১০টার দিকে অভিযানে যোগ দিয়েছে সেনাবাহিনীর ২০০ জনের একটি দল।

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss